বছরের প্রথম ঋতু গ্রীষ্ম। আর এই গ্রীষ্মকালে শুরু হয় বিভিন্ন উৎসব এবং এই সময়ে ছুটি হয়ে যায় বেশীর ভাগ শিক্ষা প্রতিষ্ঠান। ফাকা হয়ে যায় ঐ সকল শিক্ষা প্রতিষ্ঠান চত্তর। ভিড় পড়ে বৈকালিন সময়ে ঐ মাঠে খেলাধুলার আয়োজনে ছেলেমেয়েদের। আবার কেউ যায় গ্রীম্মের ছুটিতে মামা বাড়ী সহ বিভিন্ন আত্মীয়ের বাড়ীতে। মেতে ওঠে সবাই মজাদার ফল আম কাঁঠাল ঔ আরো অন্যান্ন ফল থাকার উৎসবে। আর এই ভাবেই কাটে গ্রী্ষ্মের ঋতুটি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS