এক নজরে
যশোর জেলার সদর উপজেলার ১৫নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ ১৩ টি গ্রাম নিয়ে গঠিত।যা বহু ঐতিহ্য ও গৌরব নিয়ে কালের উজ্জ্বল নক্ষত্র হয়ে বিশ্বের আকাশে আলোকিত করে আছে । শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।
ক) নাম-১৫নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ।প্রতিষ্ঠা কাল-১৯৫২ইং
খ) আয়তন-৩১.১০৪ বর্গ কি:মি:
গ) লোকসংখ্যা: ৪৭০৬০ জন
ঘ) গ্রামের সংখ্যা: ১৩টি
ঙ) মৌজার সংখ্যা: ১০টি
চ) হাট/বাজারের সংখ্যা-৪টি
ছ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- বাস,ইজিবাইক,সিএনজি।
জ) শিক্ষার হার: ৫৭%
ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৮টি
ঞ) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৫টি,কমিউনিটি-৩টি,রেজিঃ প্রাথমিক বিদ্যাঃ-২টি।
ট) উচ্চ বিদ্যালয়- ১টি নিম্ন মাধ্যমিক-৭টি।
ঠ) এইচ,এস,সি পরীক্ষার কেন্দ্র ১টি (নতুন অনুমোদিত)
ড) মাদ্রাসা-
০১। দাখিল+ আলিম-৯টি,ফাজিল-১টি, হাফেজিয়া-৫টি।
ঢ) দায়িত্বরত চেয়ারম্যান-আল-হাজ্ব আবুবকার খান।
ন) গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-৬টি
ত) ঐতিহাসিক পর্যটন স্থান-নেই।
থ) ইউপি নতুন ভবন স্থাপিত কাল: সাল ২০০৯ইং
দ) নবগঠিত পরিষদের বিবরণ:
শপথ গ্রহনের তারিখ:১৪-০৭-২০১১
প্রথম সভার তারিখ: ১৫/০৭/২০১১
মেয়াদ উত্তীর্নের তারিখ:
ধ) গ্রাম সমূহের নাম
ক্রমিক নং | গ্রামের নাম। |
০১। | কেফায়েতনগর |
০২। | সদুল্যাপুর |
০৩। | বসুন্দিয়া |
০৪। | জগন্নাথপুর |
০৫। | সিবানন্দপুর |
০৬। | গাইদগাছি |
০৭। | জয়ান্তা |
০৮। | খোলাডাঙ্গা |
০৯। | জঙ্গলবাধাল |
১০। | ঘোপেরডাঙ্গা |
১১। | পদ্মবিলা |
১২। | বাণিয়ারগাতী |
১৩। | ঘুনী |
ন) ইউনিয়ন পরিষদের জনবল
নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন
ইউনিয়ন পরিষদ সচিব: ১জন
ইউনিয় গ্রাম পুলিশ : ১০
প) খানার সংখ্যা-৬৪৬২টি
ফ) ভোটার সংখ্যা-২৩০৮৯জন।
ব) ইউনিয়নে মোট রাস্তা-১৫০ কিঃ মিঃ
পাকা-১০ কিঃমিঃ
আধাপাকা-২০কিঃ মিঃ
কাচ-১২০কিঃ মিঃ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS